গদখালী
৯৮০ সাল থেকে ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিশাল এলাকা নিয়ে দেশীয় ও বিদেশী বিভিন্ন প্রকারের ফুল চাষ করা হয়। বাংলাদেশের মোট ফুলের চাহিদার শিংহভাগই গদখালীর ফুলচাষ থেকে জোগান দিয়ে থাকে।
কিভাবে যাওয়া যায়:
যশোর শহরের চাচড়া হতে বাসযোগে ঝিকরগাছা উপজেলার গদখালী নামক স্থানে নামলেই গদখালীর ফুল বেচা-কেনা চোখে পড়বে